সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এগিয়ে আসুন
মৌলভীবাজার অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চালু হয়েছে আনন্দ পাঠশালা। এতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুশিক্ষা রয়েছে এখানে। আর এই বঞ্চিত শিশুদের কল্যানেই কাজ করে যাচ্ছে একদল তরুণ-তরূণী। তারা তাদের পড়াশোনার ও কাজের পাশাপাশি এই শিশুদেরকে পড়াশোনা করাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি এই শিশুদের জন্য কাপড়, খাবার-দাবারের সুবিধাও দিচ্ছেন তারা।
জানা যায়, উদ্যোক্তারা নিজের পকেট খরচ ও বেতনের টাকার একটা অংশ ব্যয় করছেন এই বঞ্চিত শিশুদের কল্যানে। আবার এর জন্য কেউ কেউ নিজের চাকরিটাও হারিয়ে ফেলেছেন। তাই এই শিশুদের পিছনে আর্থিক সহায়তা করতে ব্যার্থ হচ্ছেন তারা৷
আরোও জানা যায়, এই ঈদে বঞ্চিত শিশুদের জন্য কাপড়, জুতা ও অসহায় শিশুদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তার উদ্যোগ নিয়েছে তারা। এতে প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন।
উল্লেখ্য যে, ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে আনন্দ পাঠশালার কার্যক্রম ধারাবাহিক। এই স্কুল ম্যানেজমেন্টে ২০ জনের একটা টিচার্স টিম কাজ করে যাচ্ছে। এতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন। এদের মধ্যে রেগুলার ক্লাস করেন ৪০ জনের মতো। মৌলভীবাজার শহরের সাইফুর রহমান রোড দিয়ে ব্লেস টাচ শপের পাসে ম্যাপল লীফ স্কুলে আনন্দ পাঠশালা অবস্থিত।
স্কুলের শিক্ষকরা জানান, প্রতিদিন তাদেরকে ৩ থেকে ৪ ঘন্টা সময় ব্যায় করে পড়াতে হয়। তাছাড়া তাদের হোমওয়ার্ক, তিনবেলা খাবার হয়েছে কিনা, কেউ ভিক্ষা করছে কিনা, কারো সাথে বিবাদ করছে কিনা এসব বিষয়েও আমরা সার্বক্ষণিক নজর রাখি, যা অন্যান্য স্কুল করেনা।
আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম বলেন, সকলের সহযোগীতা কামনা করছি। আপনি, আমি আমরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত শিশুরা এদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে৷ তাই প্রত্যেকে সামর্থ অনুযায়ী এই শিশুদের সহায়তা করবেন আশা করছি।
তাদেরকে সহযোগিতার জন্য বিকাশ নাম্বারঃ ০১৭২৬৬৬১১৪৩
এশিয়াবিডি/ডেস্ক/কামরান


