সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব; সাথে পেল ঈদের জামা
মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষার জন্য প্রতিষ্ঠান আনন্দ পাঠশালায় শিক্ষার্থীদের মধ্যে মেহেদী উৎসব ও ঈদের কাপড় বিতরন করা হয়েছে।
সোমবার (১০ মে) দুপুর ২ টায় আনন্দ পাঠশালা স্কুলের প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে ও ওয়াদুদ রাহুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের উপদেষ্টা ক্বারী আবু শাহাদাত সাফি খান, সাংবাদিক চৌধুরী মো. মেরাজ, সুহেল তালুকদার, শিল্পী চৌধুরী, সাংবাদিক কামরান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, এস এ নিশান, সুমা চৌধুরী, খাদিজা তালুকদার সুমনা, লিয়া চৌধুরী, মৌসুমি আক্তার মৌ, ফাইজা জান্নাত, ফারহানা তালুকদার, জান্নাতুল ফেরদাউস উর্মি, সাবিনা আক্তার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ফজলুর রাহমান বলেন, আমি মানবিক কাজ খুব ভালোবাসি। তাই এই সুবিধা বঞ্চিত অনাথ শিশুদের পাশে থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাবো। পরবর্তীতে সরকারী কোনো সুযোগ সুবিধা পেলে তাদেরকে দেয়ার চেষ্টা করবো।
উল্লেখ্য যে, অনুষ্ঠানের আগে সকল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে নানান ডিজাইনে মেহেদী পড়িয়ে দেন অত্র স্কুলের শিক্ষিকারা।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান