রোজিনা ইসলাম গ্রেফতারের প্রতিবাদে জেলা জুরে সাংবাদিকদের প্রতিবাদ
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হমলা, নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা জুরে সাংবাদিকরা প্রতিবাদ ও মানববন্ধন করেছেন।
বুধবার (১৯মে) সারাদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন। এই মানববন্ধনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা, মৌলভীবাজার একাত্মা প্রকাশ করেছে। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, এস এম উমেদ আলী, সালেহ এলাহি কুটি, ইমজা সাধারণ সম্পাদক বকশী মিছবাহুর রহমান, প্রথমআলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।
বুধবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও মাসুমা লিসা, কবি শহীদ সাগ্নিক প্রমুখ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে বড়লেখা প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি আইনজীবী গোপাল দত্ত, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন ও সমাজসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব ইউকের বড়লেখা প্রতিনিধি নাজিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম।
বুধবার দুপুর ১২ টায় জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে (চৌমুহনীতে) দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পুর সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় মুখে কালো পতাকা বেঁধে সাংবাদিকরা প্রতিবাদ করেন।
বুধবার বিকেল ৫টায় রাজনগর প্রেসক্লাবের উদ্যোগে রাজনগর মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনে সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, সিনিয়র সাংবাদিক শংকর দুলাল দেব, প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক বকস্, সদস্য আহমদুর রহমান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদ ফোসেন, সিলেট মিররের প্রতিনিধি সৈয়দ ফুয়াদ হোসেন, এশিয়াবিডি২৪ এর সম্পাদক ও প্রকাশক শেখ মোজাহিদুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি কামরান আহমদ প্রমূখ।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন শ্রীমঙ্গলের সাংবাদিকরা।
এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার ২০ মে দুপুর ১২টায় কুলাঊড়া প্রেসক্লাব মানবন্ধনের ডাক দিয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান