রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের এ প্রকল্পের আওতায় বুধবার দুপুরে ৪০ জন শিক্ষার্থীদের মাঝ নতুন বাইসাইকেন তুলে দেয়া হয়।

রাজনগর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, রাজনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চত্রুবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, কামারচাক ইউনিয়নে চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়া প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে 
আরও সংবাদ