মৌলভীবাজারে পুলিশ-জনতার উত্তেজনা !


মৌলভীবাজারে লাইসেন্সবিহিন মোটরবাইক আটকানোকে কেন্দ্র করে পুলিশ-জনতার মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রায় অর্ধ-শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

শনিবার(৫ জুন) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজারের চৌমুহনা পয়েন্টে এ ঘটনা ঘটে।

সাইকেল আটকানোর এক পর্যায়ে জর্জকোর্টের আইনজীবী এড. নিয়ামুল হককে এক পুলিশ কর্মকর্তা ধাক্কা দেয়ায় তিনি প্রতিবাদ করেন। এই প্রতিবাদকে কেন্দ্র করে জনতা ভিড় করে।

পুলিশ সূত্রে জানাযায়, এটা মুলত আমাদের একটি ক্যাম্পিং যারা কাগজপত্র এবং লাইসেন্স নিয়ে ঘুরে না বা হেলমেট রাখেনা তাদের জন্য মূলত আমাদের এই কার্যক্রম।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, এটা মোটরসাইকেল চালকদেরকে সচেতন করার জন্য আমাদের একটা অভিজান।

এশিয়াবিডিডেস্ক/কেকে  

আরও সংবাদ