দি কুরআনিক হোম ভাটেরা’র তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


কুলাউড়া উপজেলার ভাটেরার অন্যতম হিফজুল কুরআন মাদরাসা দি কুরআনিক হোম ভাটেরার তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন উপলক্ষে ৮ জুন( মঙ্গলবার) মাদরাসা হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি বাবুল খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র হাফিজ শাকিল, নাতে রাসূল পরিবেশ করেন মো.ইসমাইল চৌধুরী।
মিলাদ মাহফিল পরিচালনা করেন ভুকশিমইল দারুল উলুম আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি স্যাইয়িদ হাবিবুর রহমান হাসানী, দোয়া পরিচালনা করেন ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হিফজুর রহমান সিদ্দিকী।
মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা হাজী মনিরুল ইসলাম, আব্দুল মালিক চৌধুরী, হাজী সুন্দর আলী, বাহরাইন আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী,হাফিজ আমিনুল ইসলাম।

ইসলামনগর সৈয়দ সাজিদ পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সিলেট মহানগর তালামীযের সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুকন, ইউনিয়িন আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী,ভাটেরা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পপুলার মডেল ফার্মেসির পরিচালক মারুফ খান সপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সহ সভাপতি আজমিল আলী, প্রধান শিক্ষক হাফিজ শামসুল ইসলাম,সহকারী শিক্ষক হাফিজ আব্দুল হাকিম,রাধানগর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম,শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ হোসাইন আহমদ,পরিচালনা পর্ষদের সদস্য লুকমান মিয়া তালুকদার, কুতুব আলী, ইকবাল আহমদ, ইউ.এ.ই প্রবাসী খসরু মিয়া, মাদরাসা যুব উন্নয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন, আলো আহমদ প্রমুখ।

এশিয়াবিডি/কেকে/শেখ 
আরও সংবাদ