যুক্তরাজ্যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামছেন রাজনগরী প্রবাসীরা
রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ ইউকে এর আহবায়ক কমিটি গঠন
মৌলভীবাজারের রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার এর দাবি নিয়ে এবং এই দাবী বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যে থাকা রাজনগরের সকল শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ, ইউকে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) ব্রিকলেনের ‘আমার গাও’ রেস্টুরেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রবাসী রাজনগরবাসীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রাজনগর মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের সাবেক প্রভাষক শাহ্ মুয়েজুর রহমান শামিমকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম কিছলুকে সদস্য সচিব মনোনীত করা হয়।
সভায় বৃহত্তর পরিসরে রাজনগরবাসীর জনদাবি আদায়ের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।
ব্রিটেন প্রবাসী রাজনগরবাসীদের একটি ঐক্যবদ্ধ অবস্থানে এনে রাজনগরের সকল দাবী আদায়ের আন্দোলন বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপস্থিত সবাই।
এশিয়াবিডি/কামরান/এমকে