রাজনগরে আসছেন দাবার আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল


রাজনগর দাবা সমিতির কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দাবা’র আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রাজনগরে আসবেন।

আগামী ১৯ জুন শনিবার সকাল ১১ ঘটিকায় তিনি রাজনগর ইউনিয়ন রোডস্থ রাজনগর দাবা সমিতির কার্যালয়ের উদ্বোধন করবেন।

এদিকে দাবার আন্তর্জাতিক মাষ্টার শাকিলের ভক্তবৃন্দরা তাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ