মৌলভীবাজারে আরোও ৬৫৭ টি পরিবারকে ঘর দিচ্ছে সরকার

আগামী রোববার মৌলভীবাজারে দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে ৬৫৭টি অসহায় পরিবারকে ঘর দিচ্ছে সরকার।

শুক্রবার (১৮ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রেস রিলিজ থেকে জানাযায়, জেলায় ১ম পর্যায়ে ২৩ জানুয়ারি ১১২৬টি ও ২য় পর্যায়ে ১১৫১টি সহ সর্বমোট বরাদ্দপ্রাপ্ত একক গৃহের সংখ্যা ২২৭৭টি৷ ২য় পর্যায়ের ১১৫১ টি ঘরের মধ্যে ৬৫৭টি ঘর হস্তান্তর করা হবে আগামী ২০ জুন রবিবার। বাকি ৪৯৪ টি ঘর বন্দোবস্তযোগ্য খাসজমি মাটি ভরাট করে নির্মাণ করা হচ্ছে।

এরমধ্যে ২য় পর্যায়ের মৌলভীবাজার সদর উপজেলায় ৩৭টি, রাজনগরে ৪২টি, কুলাউড়ায় ৮৩টি, জুড়িতে ৮০টি, বড়লেখায় ১০৫টি, শ্রীমঙ্গলে ১৫৮টি, কমলগঞ্জে ১৫২টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।

জানাযায়, আগামী রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন।

আরও সংবাদ