রাজনগরে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্ভোধন

বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার
বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। ছবিঃ এশিয়াবিডি

মৌলভীবাজারের রাজনগরে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার(২২জুন) দুপুর ১ টায় রাজনগর উপজেলা পরিষদে এই কর্ণার ও পাঠাগার উদ্ভোধন করেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

ছবিঃ বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্তবর্তী, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের মুক্তিযোদ্ধারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফরজান আহমদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, নকুল চন্দ্র দাস, শাহ শাহিদুজ্জামান ছালিক, নজমুল হক সেলিম, রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য আলীম আল মুনিম, কামরান আহমদ প্রমূখ।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে
আরও সংবাদ