রাজনগরে আনসার ও ভিডিপির মতবিনিময়


মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৪ জুন বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভা ও বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা ও গাছের ছারা বিতরণী অনুষ্টানে ভিডিও কনফারেন্সেস মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ কমান্ডার মেঃ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ডার মোঃ শেফাউল হোসেন, রাজনগর থানা অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাক ব্যবস্থাপক চানু লাল দাস চৌধুরী।

আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক চন্দন কান্তি দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর নাহার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার ভিডিপির সদস্য ছফা বেগম। উক্ত অনুষ্ঠানে সদস্যদের মধ্যে ৬ টি বাইসাইকেল ২ টি সেলাই মেশিন ১০ টি ছাতা বিতরণ করা হয়। অনুষ্টানের আয়োজন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজনগর।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ