মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত
মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শিক্ষক আব্দুল মুহিত ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মোঃ রফিক উদ্দিন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকা থেকে মালবাহি ট্রাক মৌলভীবাজার আসার পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এসময় গাড়িতে থাকা অপর ২জন গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
তবে এখন পর্যন্ত আহত কারো পরিচয় পাওয়া যায়নি।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান