ছবিঃ হলুদ রঙে বেষ্টিত বৃষ্টিভেজা অলকান্দা ফটো সাংবাদিক :: প্রকাশিত হয়েছে : : ১৮ জুলাই ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ Share হলুদ রঙে বেষ্টিত দৃষ্টিনন্দন বৃষ্টিভেজা অলকান্দা। এ ফুলটি যে কারো নজর কাড়ে ! ছবিটি জকিগঞ্জ’র ইছামতি ড্রিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে ধারণ করা হয়েছে। ছবিঃ রিয়াদুর রহমান চৌধুরী। Share