কুলাউড়ায় এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় প্রায় সহস্রাধিক অসহায় মানুষ ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
ভাটেরা ভবানীপুরের বাসিন্দা ও সৌদিপ্রবাসী আব্দুল কাইয়ুম ময়ুরের অর্থায়নে এবং ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুকনের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ভাটেরা স্টেশন বাজারে খাবার বিতরণ অনুষ্ঠানে সাইফুল ইসলাম রুকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আব্দুস শহীদ।
বিশেষ অতিথি ছিলেন ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, বাহরাইন প্রবাসী শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, ব্যবসায়ী রহিম উদ্দিন প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক