ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদূরে সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনের ধাক্কায় মাইক্রো (নোআ) গাড়ির নিহত দুই জনের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সিলেট শহরের মানিকপীর টিলায় তাদের মরদেহ দাফন করা হয়।
এদিকে পারিবারিক সূত্রে জানা যায় দুর্ঘটনায় আশঙ্কাজনক ১ জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে ঢাকায় নেওয়া হচ্ছে।
জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ওয়ালিমা অনুষ্ঠানে আসা ভাটেরাগামী যাত্রীবাহী একটি মাইক্রো (নোআ) গাড়ি ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানের রেলপথ অতিক্রম করার সময় সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন মাইক্রোকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৬ জন। নিহতরা সিলেট শহরের আম্বরখানার লোহারপাড়া এলাকার বাসিন্দা।
নিহত দুজন হলেন- ফরিদ আহমেদ (৪৫) ও শিশু আশিক (৫)। আহতরা হলেন- কামাল আহমদ (৩৫), লিলি বেগম (৪০), রাবু বেগম (২০), রিজু (২০), জাহানারা বেগম ও লাবিব (১০। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সিলেট শহরের আম্বরখানার লোহারপাড়া এলাকার বাসিন্দা।
এশিয়াবিডি/কেকে/শুভ