ভাটেরার দুর্ঘটনায় এমপি সুলতান মনসুরের শোক প্রকাশ


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের পাশে ট্রেন-মাইক্রোবাস দূর্ঘটনায় শিশুসহ ২ যাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জনের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে বিয়ের অনুষ্ঠানে আসা কুলাউড়ার ভাটেরাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস (নোআ) গাড়ি ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানের রেলপথ অতিক্রম করার সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ২ জন নিহত ও ৭ জন আহত হন। নিহতরা সিলেট শহরের ১২৩/১ কাজীটুলা উঁচাসড়ক এলাকার বাসিন্দা। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এশিয়াবিডি/কেকে/শুভ 
আরও সংবাদ