কবিতাঃ ভাতৃত্ব ছড়িয়ে পড়ুক

ভাতৃত্ব ছড়িয়ে পড়ুক

-মিনহাজুল ইসলাম অপু

কল্পনার রাজ্যে করিয়াছি ভ্রমণ মেলিয়াছি চিন্তার হাট,
সুচিন্তায় পাইলে কিছু করিব সবে বাট!

হয় যদি তাতে কারো মঙ্গল বদলায় দৃষ্টিভঙ্গি,
মানুষ হিসেবে তবেই তো সমাজে আসিবে শান্তির বৃষ্টি।

পড়িতে পড়িতে হইয়াছি বিশারদ অজ্ঞতা নাহি তত্ত্বে,
এত পড়িয়া কি হইবে যদি নাহি জাগিতে পারি সত্যে!

বিবেক দিয়া করিনা বিচার যথা যেমন দায়,
আবেগের সাড়ায় না চালাই চাবুক নিরীহে মারা অন্যায়!

ভাতৃত্ব ছড়াইয়া পড়ুক আগে ছিলো যেমন মর্ত্বে,
সহিংসতা ধোকাবাজির বুলি না মানি কোন শর্তে!

আরও সংবাদ