কালীগঞ্জে নাগরী কমিউনিটি পরিবারের শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন এ নাগরী কমিউনিটি পরিবারের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২২ খ্রি. সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(৩১ মার্চ) বিকেল ৩ ঘটিকায় স্থানীয় রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম অলি। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইলিয়াস মৃধা।

আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রায়েরদিয়া উচ্চ বিদ্যালইয়ের প্রধান শিক্ষক কাওসার আহম্মেদ, সেন্ট সিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদিপ লুইস রোজারিও, মাঠবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেণু এলিসাবেথ পালমা, পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপালী মারিয়া কস্তা, বাগদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গঠনিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র বণিক প্রমূখ।

নাগরী ইউনিয়নের সকল স্কুল থেকে মোট ৩ হাজার শিক্ষার্থীর মধ্যে মেধার লড়াইয়ে এগিয়ে থাকা ২০৫ জন শিক্ষার্থীকে পুরো ১ বছরের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পরে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তি করেন।

পুরষ্কার বিজয়ী জনৈক এক শিক্ষার্থী বলেন, খুবই ভালো লাগছে এমন সব শিক্ষা উপকরন পেয়ে। পড়াশোনার প্রতি মনোযোগটা এখন আরেকটু বেড়ে যাবে।

এক অভিভাবক বলেন, ‘এরকম আয়োজন প্রতিবছর হলে খুবই ভালো হয়। শিক্ষার্থীরা আনন্দ পায়। তাছাড়া এমন আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠতে সাহায্য করে।’

নাগরী কমিউনিটির এডমিন মোঃ আশরাফুল শেখ বলেন, বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের টাইটেল স্পন্সর মানবতার আহার ও আইকন গ্যালাক্সিকে। এছাড়া আমাদের সকল স্পন্সর ভাই বোনদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। প্রবাসী ভাইদের প্রতি অনেক ভালোবাসা জানাই যারা বিদেশ থেকেও আমাদের পাশে ছিলেন। এছাড়া যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলকে আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ