বার্সেলোনায় তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল সম্পন্ন


স্পেনের বার্সেলোনায় বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) বার্সেলোনার সেন্ট্রালে অবস্থিত বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বার্সেলোনা কেন্দ্রীয় মসজিদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন ইস্ট লন্ডন মসজিদের গ্রান্ট ইমাম শায়েখ আবুল হোসাইন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন বার্সেলোনা কেন্দ্রীয় মসজিদের খতিব শায়েখ কবির হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য শহীদ আহমদ, ওয়াহিদুর রহমান শিপলু, আব্দুল মুকিত খান সহ বার্সেলোনা বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।

তাফসির মাহফিলে বক্তারা, পবিত্র মাহে রামাদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিশ্বের চলমান সংকট নিরসনে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা রাখেন। ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

তাফসির ও বিশেষ মোনাজাত শেষে আগত মুসল্লীয়ানদের সাথে নিয়ে ইফতার আয়োজন করেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

এশিয়াবিডি/কেকে/মুবিন
আরও সংবাদ