রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
মৌলভীবাজারের রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
রোববার (২৬ জুন) বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার ভূমি (এসিলেন্ড) বাবলু সূত্রধর, রাজনগর থানার এসআই আরিফ হোসেন, রুবেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী খান, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমান, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাস, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, পাঁচগাও ইউপি সদস্য রাসেল আহমদ প্রমূখ।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান