মুন্সিবাজারে একতা যুব সমাজের ওয়ার্ড কমিটি গঠন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে আগামী দুই বছরের (২০২৩-২৪) জন্য মুন্সিবাজার একতা যুব সমাজের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯ টায় সংগঠনের সভাপতি আদরিয়ান রশিদ সাহান ও সম্পাদক আব্দুস সামাদ এর সাক্ষরিত প্যাডে ১নং মেদিনিমহল, ২নং সোনাটিকি, ৫নং খলাগাঁও, ৬নং গয়াসপুর ওয়ার্ড কমিটির তালিকা ঘোষণা করা হয়।
রাজু – কে সভাপতি ও নাঈম শেখ- কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট ১নং মেদিনিমহল ওয়ার্ড কমিটি, নাছিম আহমদ – কে সভাপতি ও তানবির ইসলাম- কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ২নং সোনাটিকি ওয়ার্ড কমিটি, সালমান আহমেদ – কে সভাপতি ও সামাদ আহমদ- কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৯ সদস্য বিশিষ্ট ৫নং খলাগাঁও ওয়ার্ড কমিটি, সাইফুল ইসলাম ফোন – কে সভাপতি ও তানভির- কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ৬নং গয়াসপুর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।
নব নির্বাচিত সভাপতি-সম্পাদকের হাতে কমিটির প্যাড তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার একতা যুব সমাজের উপদেষ্টা পাবলু জামান, এহসানুর রহমান জুয়েল, সভাপতি আদরিয়ান রশিদ সাহান ও সম্পাদক আব্দুস সামাদ৷
এশিয়াবিডি/ডেস্ক/কেকে