রাজনগরে বিএনপির মিছিলে পুলিশের বাধা!

সারাদেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানী খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে  জাতীয়তাবাদী দল (বি.এন.পি) ও অঙ্গ সংগঠন সমূহের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২২আগস্ট) বিকাল ৫টায় মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের উত্তর বাজারে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ব্যানার হাতে নিয়ে জড়ো হন।

বিক্ষোভ মিছিল হওয়ার আগে থেকেই পুলিশ খবর পেয়ে যায়। যে স্থানে বিক্ষোভ মিছিল হওয়ার কথা সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়ে রাখে। এসময় পুলিশ তাদের আন্দোলনে বাধা দিলে রাস্তার পাশেই আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন অযৌক্তিক কর্মকাণ্ড ও দ্রব্য মূল্যের উর্ধগতির স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে রাস্তায় মিছিল করতে না পেরে তারা এখানেই মিছিল সমাপ্ত করে।

এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সম্পাদক আব্বাস আলী, মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া, সম্পাদক আছকান মিয়া, নছিম আলি, মশাহিদ মিয়া, যুবদল নেতা এসএম হেলাল, নুরুল আমিন খান, আউয়াল চৌধুরী, জুয়েল মিয়া, ছাত্রদল নেতা জুনেল আহমদ, আব্দুস সালাম, আদরিয়ান রশিদ শাহান, রাজিব আলী, মামুন আহমদ প্রমূখ।

রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, আমরা মিছিল নিয়ে বের হয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আমরা আর মিছিল করতে পারিনি। আন্দোলনকারীর চেয়ে পুলিশের সংখ্যা কিছুটা বেশি ছিল। পুলিশের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়েছে। আমরা বিশৃঙ্খলা এড়াতে আন্দোলন সমাপ্তি করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশ কোনো আন্দোলনে বাধা দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা।

 

এশিয়াবিডি/ডেস্ক/এসকে
আরও সংবাদ