রাজনগরে মুন্সিবাজার একতা যুব সমাজের প্রতিষ্টা বার্ষিকী পালিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মুন্সিবাজার একতা যুব সমাজের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় মুন্সিবাজারের উত্তর বাজারে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার একতা যুব সমাজের উপদেষ্টা পাবলু জামান, এহসানুর রহমান জুয়েল, সভাপতি আদরিয়ান রশিদ সাহান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সদস্য মামুন আহমদ, মিলন আহমদ, কামরান আশরাফ প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালিক আহমেদ, তরাজ আহমেদ, বাপ্পি চৌধুরী, রুসেল আহমেদ জুসেফ ও রাজু আহমদ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্য বৃন্দরা।
সংগঠনের সভাপতি আদরিয়ান রশিদ সাহান বলেন, আর্ত মানবতার সেবার লক্ষ্যে একদল তরুণ, প্রতিভাবান যুব সমাজের সমন্বয়ে গঠিত আমাদের এই সংগঠন। আলহামদুলিল্লাহ! একে একে আমরা চার বছরে পদার্পণ করেছি। এ পর্যন্ত আমরা অনেক অনাহারীর মুখে খাবার তুলে দিতে পেরেছি। তার জন্য মহান আল্লাহর শুকরিয়া। এরই সাথে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি আমার সংগঠনের প্রাণপ্রিয় সদস্যের। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এত দূর আসতে পেরেছি।
তিনি আরোও বলেন, আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমরা আগামী দিনগুলোতে এভাবেই আর্ত মানবতার সেবায় কাজ করে যেতে পারি।