মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান; ১২ কোটি টাকার ভূমি উদ্ধার
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এবার ইচ্ছেদ অভিযানে নড়ে-চড়ে বসেছে মৌলভীবাজার সড়ক বিভাগ। জেলার সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর-সিলেট সড়কের সরকারবাজার ও শেরপুর উচ্ছেদ অভিযানের পর এবার মৌলভীবাজার-ফেঞ্চগঞ্জ- সিলেট সড়কের মুন্সীবাজারে অভিযান চালিয়ে ওই বিভাগের ৬৫ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যার মূল্য অন্তত ১২ কোটি টাকা।
স্থানীয়রা জানান, মৌলভীবজার জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা সফল ওই বাজারে কিছু ভূমি খেকোরা দীর্ঘদিন যাবৎ সড়ক বিভাগের ভূমি দখল করে পাঁকা স্থাপনা তৈরি করেছে। যার কারণে সড়কটি ওই বাজারে এসে ছোট হয়ে গেছে। সিলেট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাবার জন্য যানবাহনগুলো মুন্সীবাজারে এসে সড়ক সংকোলনের কারণে দীর্ঘ সময় যনঝটে পড়ে যায়। এই অভিযানের পর যানঝট অনেকটা কমে আসবে।
মৌলভীবাজার সড়ক বিভাগ সূত্র জানায়, পুরো জেলা জুড়ে তাদের ৩৮১ কিলোমিটার সড়ক রয়েছে। ওই সড়ক ঘেঁষে তাদের ১ হাজার ৫শ ৩৫ একর ভূমি রয়েছে। এসব ভূমির সিংহভাগ জায়গা জর্বদখলের আওতায় রয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) জেলা নির্বাহী ম্যাজেষ্টেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ৮০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কতৃপক্ষ।
রাজনগর উপজেলা সহকারী কমিশনার সানজিদা আক্তার বলেন, সড়ক ও জনপদের ৬৪.১ ও সরকারি খাস ১.৩ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১২ কোটি টাকা হবে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন জানান, বিরোপ আবহাওয়ায় বৃষ্টি উপক্ষো করে তারা তাদের ৬৫ শতক ভূমি উদ্ধার করেছেন।