কুলাউড়ায় সদস্য নির্বাচিত হয়েছেন বদরুল আলম সিদ্দিকী নানু

জেলা পরিষদ নির্বাচন:

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে (কুলাউড়া) সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানু।

তিনি হাতি মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করে সর্বোচ্চ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইকবাল আহমদ শামীম (তালা প্রতিক) পেয়েছেন ৩৬ ভোট।

সোমবার সকাল ৮টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দিপণার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরেু হয়ে দুপুর ২টায় শেষ হয়। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করেন রিটানিং অফিসার।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী মাহবুবুর রহমান মান্না (বেহালা প্রতিক) পেয়েছেন ৩৫ ভোট, সেলিম আহমদ (টিউবওয়েল প্রতিক) পেয়েছেন ২৫ ভোট, সৈয়দ আশফাক হোসেন (অটোরিকশা প্রতিক) পেয়েছেন ২ ভোট।

মোট ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নি। তাই ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এক ভোট বাতিল এবং সর্বোচ্চ ৮৫ ভোটে বদরুল আলম সিদ্দিকী নানু মৌলভীবাজার জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বেসরকারীভাবে।

আরও সংবাদ