মৌলভীবাজার জেলা পরিষদের বিজয়ী যারা

ছবিঃ আহমদউর রহমান ইমরান

মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য ও নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে সাত উপজেলায় ৭টি কেন্দ্রে ভোটগ্ৰহণ শুরু হয়।

সাধারণ সদস্য পদে মৌলভীবাজার সদর উপজেলায় হাসান আহমদ জাবেদ, কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন, শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান জিয়া।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন হেলেনা চৌধুরী। সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী।

উল্লেখ্য, চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী মিছবাহুর রহমান।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ