ভাটেরায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ র‌্যালিতে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র ভারপ্রাপ্ত সভাপতি হাঃ অলিউর রহমান, সাধারণ সম্পাদক, হাঃ হিফজুর রহমান সিদ্দিকী, ইউনিয়ন তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ আহমদ জুয়েল।

মুবারক র‌্যালি তে অংশ গ্রহণের জন্য সকাল থেকেই ভাটেরায় অবস্থিত ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ময়দানে ভাটেরার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওঃ মুজিবুর রহমান চৌধুরী, সহ সুপার মাওলানা মুসতাক আহমদ, স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার,যুক্তরাজ্য প্রবাসী জনাব জুবায়ের সিদ্দিকী সেলিম, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ুম, কুলাউড়া উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আমিনুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক সহ সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, সাবেক অর্থ সম্পাদক রাশেদ আহমদ সিদ্দিকী, ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি, মাও. শেরুল ইসলাম, হাফিজ জামাল আহমদ, কুলাউড়া উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল মজিদ রাসেদ, অর্থ সম্পাদক সাহেল আলী চৌধুরী, ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ বাবলু আহমদ, আল ইসলাহ নেতা হাঃ মিজানুর রহমান, মারুফ খান সপন, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম, সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক আব্দুস শুকুর, একরাম আলী স্মৃতি পরিষদের মাওলানা আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন চুনু, ছালাউদ্দিন, আব্দুল বাছিত, সুমেল আহমদ সিদ্দিকী, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক আহমদ সুহেল, মাওঃ মারুফ আহমদ, ইউনিয়ন তালামীযের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমদ সিদ্দিকী, পারভেজ আহমদ, মুক্তাজিপুর হাফিজি মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ কাউছার আহমদ, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক মাহবুব খান, কাউছার আহমদ মুন্না, জাহাঙ্গীর হোসেন সেজু, হরিপুর সাত্তার সামেলা মাদরাসার শিক্ষক হাঃ নুরুল ইসলাম, হাফিজ নেছার আহমদ, জায়েদ আহমদ সিদ্দিকী, সাহেদ আহমদ সিদ্দিকী, দি কুরআনিক হোম মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রাজন খান, শাহ জালাল রহ. হাফিজি মাদরাসার শিক্ষক হাফিজ শফিকুল ইসলাম, কলেজ ছাত্র লীগের ফয়ছর সিদ্দিকী, শেখ আলী সিদ্দিকী,মাছুম আহমদ, ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মঈন উদ্দিন তালুকদার, সাজু মিয়া, হাঃ হাবিবুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল কাদির, কাউছার আহমদ প্রমুখ।

র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক, অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা ভাটেরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম,  এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি ভাটেরার আকাশ বাতাস মুখরিত করে।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।

আরও সংবাদ