মৌলভীবাজারে সাংবাদিক আরিফকে বিদায় সংবর্ধনা
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম-এর সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার শহরের এক রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেয় ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) ও সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ (সিএসএফ)।
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানভীর আঞ্জুম আরিফ।
এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নাঈম, অর্থ সম্পাদক মাছুম বখ্স মাহি, দপ্তর সম্পাদক কামরান আহমদ, সদস্য রিপন মিয়া, সাজন আহমদ, অলি আহমদ মাহিন, সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশের ফিল্ড অফিসার পলাশ দেব ও ইকরাম হোসেন প্রমুখ।