সাংবাদিক হোসাইনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার সকালে ‘যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে উপজেলা পরিষদ ফটকে সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের রাজনগর উপজেলা সভাপতি ও শিক্ষক রেজওয়ানুল হক পিপুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও সাংবাদিক শংকর দুলাল দেব, রাজনগর আইডিয়েল হাই স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম মামুন, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর রাতে একদল সন্ত্রাসী সাংবাদিক হোসাইন আহমদ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সংশ্লিষ্টদের দুর্নীতি ও সেচ্চাচারিতার সংবাদ জনগণের কাছে তুলে ধরেছেন। বিভিন্ন সময় তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংবাদিকরা অনিয়ম রোধে কাজ করেন। অথচ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসীরা নিজেদের স্বার্থে আঘাত লাগলেই সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন চালায়। অবিলম্বে এসব দূবৃত্তায়ন বন্ধ না হলে দেশের উন্নয়ন ভাধাগ্রস্ত হতে বাধ্য। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা।

আরও সংবাদ