ট্রাফিক পুলিশের ধাওয়ায় প্রাণ গেল তরুণের


মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) বিকেলে জেলার শহরতলীর পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসী অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

নিহত বুরহান (২০) সদর উপজেলার জুগিডহর এলাকার খসরু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ফজলুল খান বলেন, মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে দুজন ট্রাফিক পুলিশ ধাওয়া করছিল। সড়কের জুগিডহর এলাকা পার হ‌ওয়ার সাথে সাথেই মোটরসাইকেলসহ আরোহী শেরপুর থেকে আগত বাসের নিচে পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরই ট্রাফিক পুলিশের সদস্যরা পালিয়ে যান।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, বাসের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও সংবাদ