সাংবাদিক মোজাহিদুল ইসলামের বড় ভাইয়ের মৃত্যুতে এশিয়াবিডির শোক

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত বাংলাদেশী নিউজ পোর্টাল এশিয়াবিডি২৪ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোজাহিদুল ইসলামের চাচাতো ভাই ইসলাম মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এশিয়াবিডি পরিবার।

বৃহষ্পতিবার বিকেলে এশিয়াবিডি২৪ এর বার্তা সম্পাদক মোহাম্মদ মুবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক বার্তা জানান। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মরহুম ইসলাম মিয়া প্রবাসী হিসেবে দীর্ঘদিন কুয়েতে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত একবছর ধরে তিনি বাংলাদেশে পরিবারের কাছে চলে আসেন এবং দেশেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১২ঃ৩০ মিনিটে নিজ বাড়ি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইসলামপুর মিয়ারকান্দি শেখ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি — রাজিউন।

একই দিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইসলামপুর মিয়ারকান্দি সার্বজনীন কবরস্থান মাঠে জানাযা সম্পন্ন হয়েছে।

ব্যক্তি জীবনে তিনি মা, বাবা, ভাই বোন, ছোট তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এশিয়াবিডি পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

এশিয়াবিডি/ডেস্ক
আরও সংবাদ