মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন

মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের (টিজিএফ)-এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) মৌলভীবাজার শহরের সিলেট রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজকে আহবায়ক ও এখন টেলিভিশনের জেলা রিপোর্টার এম এ হামিদকে সদস্যসচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ইমাদ উদ দীন। পরবতীর্তে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচিত আহবায়ক কমিটি সকলের সহযোগীতা কামনা করেছেন।
এম এ হামিদ

এশিয়াবিডি/ডেস্ক

আরও সংবাদ