কবিতাঃ সমর্পন

সমর্পন

প্লাবন দাশ শান্ত

তুলির নীলপদ্ম
রচিব প্রেম বিলাস!
সুর তুলিবে কন্ঠে,
মনোপ্রাণ সপিয়াছো আমার,
কবিতায় বলয়ে শুনি।
রচিব কবিতা
জাগিবে নিশি।
ভালোবাসি তোমায়
সুধাবো বলে গৃহছাড়া আমি।
তুলিব নীলপদ্ম
করিব অর্পন
গ্রহণ করিবে তুমি
মনোপ্রাণ আমার
করিব সমর্পন।

লেখকঃ প্লাবন দাশ শান্ত
কৃষি প্রশিক্ষণ কেন্দ্র
শের-এ বাংলা নগর, ঢাকা

আরও সংবাদ