মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর আনন্দ ভ্রমণ
দেশে-বিদেশে অবস্থানরত এক ঝাঁক বাংলাদেশী তরুণ সংবাদকর্মীদের সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপি বড়লেখা ও জুড়ী উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত, পাথারিয়া হিল ফরেস্ট, কাশ্মীর টিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন সিএমএফ সদস্যরা।
আনন্দ ভ্রমণে খেলাধুলা শেষে সন্ধ্যায় জুড়ী মিডিয়া সেন্টারে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিএমএফ সভাপতি ও যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, এনটিভি ইউরোপ এর মৌলভীবাজার প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, স্বদেশ প্রতিদিন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাজন আহমদ, সিএমএফ সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক আহমদ উর রহমান ইমরান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নাঈম (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক কামরান আহমদ (দ্যা মৌলভীবাজার টুডে), প্রচার সম্পাদক মোহাম্মদ মুবিন খান (এশিয়াবিডি২৪), অর্থ সম্পাদক মাছুম বখস মাহি (ঢাকা রিপোর্ট২৪), সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল্লাহ হাসান (জুড়ীর সময়), সদস্য শুভ গোয়ালা (সংবাদ সারাবেলা), পরিবেশকর্মী ও আলোকচিত্রী খোর্শেদ আলম, অলি আহমদ মাহি, আবিদ হোসাইন প্রমুখ।