কুলাউড়ায় মাসব্যাপী সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড সম্পন্ন
কুলাউড়ার ভাটেরায় হরিপুর লতিফিয়া সাত্তার-সামেলা হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানা’র আয়োজনে সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর ২য় রাউন্ড সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(০৮ জুন) সকাল ১০ ঘটিকায় মাদরাসা হল রুমে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও মাদরাসার প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শওকতুল ইসলাস, ফেঞ্চুগঞ্জ আল ফারুক মহিলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি সদর উদ্দিন সিদ্দিকী, মাদরাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস সিদ্দিকী রিপন, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী, কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদ, বরমচাল ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব।
উল্লেখ্য, হিফজুল কোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৬৩ টি প্রতিষ্ঠান থেকে ১৫৬ জন কোরআনে হাফেজ অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিচারকের দ্বায়িত্ব পালন করছেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ সেলিম, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা উবায়দুল হক, মারকাযুল হুফফায সিলেট উপশহর এর প্রধান শিক্ষক হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, হযরত গফুর আলী রহ. হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মোঃ মাহমুদুর রহমান প্রমূখ।