“মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন” এর আত্মপ্রকাশ

রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আত্মপ্রকাশ হলো কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলার সর্বজন শ্রদ্ধেয়, সর্বমহলে গ্রহণযোগ্য, কৃতি ও মেধাবী একঝাঁক প্রবীণ সংগঠক ও একদল মানবসেবায় নিবেদিত উদ্দীপ্ত তরুণ সমাজকর্মীর সমন্বয়ে গঠিত “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন” এর। একই সাথে শনিবার (১৭ই জুন) সংগঠনের উপদেষ্টা ও লেখক, গীতিকার প্রফেসর মো. আমির হোসেন এর “মেঘনার পোলা” উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন” এর আত্মপ্রকাশ ঘোষণা করেন।

এরপর সংগঠনের উপদেষ্টাবৃন্দ, আগত অতিথি, সাংবাদিক, প্রেসিডিয়াম সদস্য, কার্যনির্বাহীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বক্তব্য পর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন-পিএসসি,বিএন(অব:), অধ্যাপক ড. মোহাম্মদ আলী, লেখক ও গীতিকার প্রফেসর মো. আমির হোসেন, ড. মোহাম্মদ মফিজ উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক একে এম মুহিউদ্দিন মুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জনাব সাকিব মিয়াজি আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জনাব তৌহিদ জামান নিপু, কার্যনির্বাহী সদস্য মো. আতিকুর রহমান। সংগঠনের সভাপতি জনাব রাইয়ান জহির এর সমাপনী বক্তব্যের আগে উন্মোচিত হয় সংগঠনকে উৎসর্গ করা লেখক ও গীতিকার প্রফেসর মো. আমির হোসেন এর নতুন উপন্যাস “মেঘনার পোলা”।

বই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কলামিস্ট এডভোকেট জয়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ও কথা সাহিত্যিক পিয়ারা বেগম। পরে মৌসুমী ফল ও রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবগঠিত এই সংগঠনে উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. সুরুজ্জামান, এডভোকেট জয়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন-পিএসসি,বিএন(অব:), অধ্যাপক ড. মোহাম্মদ আলী, কথাসাহিত্যিক পিয়ারা বেগম, লেখক ও গীতিকার প্রফেসর মো. আমির হোসেন, ড. মোহাম্মদ মফিজ উদ্দিন, অধ্যক্ষ মো. রেজাউল করিম, এস এম ওবায়েদ, মো. মজিবুর রহমান সরকার, মো. জিল্লুর রহমান শাহিন। প্রেসিডিয়াম সদস্য হিসেবে রয়েছেন মো. নাজমুল হোসাইন মামুন, তৌহিদ জামান নিপু, মো. নেয়ামুল হক, সাকিব মিয়াজি। সংগঠনের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে রাইয়ান জহির, সহ-সভাপতি রেদোয়ান রাসেল, সাধারণ সম্পাদক একে এম মুহিউদ্দিন মুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম মিলন, অর্থ বিষয়ক সম্পাদক শাকিল ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য সাদিয়া ফারহানা, মো. আতিকুর রহমান, তাহমিনা আক্তার তুলি ও মাসুদ রানা।

সকলের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত নতুন সদস্য মো. বিল্লাল হোসেন মুন্সী, শাহেদ মিয়াজি, এম এস রুবেল, আল আমিন আকিক, সাইফুল ইসলাম ওয়াসিফ, সাবরিনা জামান যুথী, শফিকুল ইসলাম শোভন।

আরও সংবাদ