স্বপ্নচূড়া একতাবন্ধন ফাউন্ডেশন এর আরব আমিরাত কমিটি অনুমোদন

আগামী দুই বছরের(২০২৩-২৪) জন্য স্বপ্নচূড়া একতাবন্ধন ফাউন্ডেশন’ এর আওতাধীন আরব আমিরাত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৯ই জুলাই) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান জয় ও সাধারণ সম্পাদক প্রীতম দাস প্রাপ্ত সাক্ষরিত প্যাডে শেখ হাবিবুর রহমান সুমন-কে সভাপতি ও জাবেদ চৌধুরী-কে সাধারণ-সম্পাদক নির্বাচিত করে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

১২ সদস্য বিশিষ্ট এই কমিটির সিঃ সহ-সভাপতি শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদকআমিনুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়া ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অপু আহমেদ, প্রচার সম্পাদক শিহান শার্হ, অর্থ সম্পাদক ইমন আহমেদ, সদস্য- জাকির, জয়নুল, ইমন, আমিনুল।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান জয় বলেন, একতা, শৃঙ্খলা, সফলতা এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত হয় স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন।সংগঠনের কর্মীরা বিশ্বাস করে সমাজের অবহেলিত মানুষের আত্মসামাজিক উন্নয়ন ছাড়া কখনো সমাজে সুবিচার প্রতিষ্ঠিত সম্ভব নয়। শুধু অসহায় মানুষের পাশে থাকাই স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন কাজ না, সাথে সাথে সমাজের সর্বস্থরে মানুষের মাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। আর যারা আমাদের সাথে এই মহান কাজে সংযুক্ত হতে চান আপনাকেও আমাদের সংগঠনে স্বাগতম। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন

আরও সংবাদ