মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন’র সভা ও সম্মাননা প্রদান
মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর আলোচনা সভা ও দু’জন নারী স্বেচ্ছাসেবী’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে ওয়ার্ড কমিটির আলোচনা সভা ও দায়িত্ব প্রদান করা হয়।
এসময় মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর সহ-সভাপতি মীর জেসি ইসলাম কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করায় সংগঠন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
একই সময় মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর সহ-সভাপতি মনিসা আক্তার’কে মাসিক সেরা ভলেন্টিয়ার এওয়ার্ড(সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায়, এটা প্রত্যেক মাসের জন্য প্রযোজ্য) প্রদান করা হয়েছে।
মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন এর সভাপতি সাদিফ রিসাত রাহেল, সাবেক সভাপতি সজিব পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি তালহা খান, সাধারণ সম্পাদক মাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জয় প্রমূখ।