অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবী অবাস্তব নয় -পীর সাহেব চরমোনাই

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবী অবাস্তব নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জালিমদের অত্যাচারের পরেও মাজলুমদের পক্ষে রাজপথে নামতে পেরেছি এজন্য খুশি। বাকস্বাধীনতা হরনের পরে সংবিধানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকে আজ আমি অবৈধ ঘোষণা করলাম।

ইসলামী যুব আন্দোলনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২৮ জুলাই) বেলা ১০ ঘটিকায় পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব নেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ ও মাওলানা মানছুর আহমাদ সাকি প্রমূখ।

পীর সাহেব চরমোনাই বলেন, যুবকদের ভোট হবার পরে তারা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

পীর সাহেব চরমোনাই বলেন, যারা সরকারের পদত্যাগের দাবীতে রাজপথে আন্দোলনে আছে তাঁদেরকে আমি অভিনন্দন জানাই। যারা এখনো মানুষের ভোটাধিকারের জন্য মাঠে নামছেন না তাদেরকে মাঠে নামতে তিনি আহবান জানান ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর বলেন, আমরা সবাই যদি একযোগে আন্দোলনে নামতে পারি তবে জালিমদের পতন অবশ্যম্ভাবী।

তিনি বলেন, আমাদের দাবী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এই দাবী অবাস্তব নয়। অতীতে এই দাবীতে আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে।

পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমান সরকারের পক্ষে কোন ভালো মানুষ নেই। কোন জালেম অতীতে সফল হয়নি ভবিষ্যতে ও সফল হবে না, ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবকদেরকে সুশৃঙ্খলভাবে মাঠে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের মানুষ ফুসে উঠলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার শুরুতেই আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের উপর আঘাত করেছে, তাদেরকে আর সময় দেয়া যায় না।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জনগনের মুক্তির জন্য পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে আমরা আন্দোলন করবো।

আরও সংবাদ