সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ নয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে

 

সিলেট সদরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ নয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।বুধবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ঢাকায় স্থানান্তর করা হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান

তিনি বলেন, “অগ্নিদগ্ধদের মধ্যে চারজনের শরীরের ৪০ থেকে ৪৫ ভাগ পুড়ে গেছে; তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি। আর বাকিরা স্বেচ্ছায় ঢাকায় গেছেন।”

আহতরা হলেন- নজরুল ইসলাম (৪৫), বাদল চন্দ্র দাস (৪০), রিপন চন্দ্র দাস (৩২), উৎপল চন্দ্র দাস (৪০), তারেক উদ্দিন (৩০), ইমন আলী (২০), মিনহাজ উদ্দিন (৩২), রোমান আহমদ (২৩) ও রুমেল সিদ্দিক (২৮)।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মিরাবাজারের পাশে বিরতি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সাত কর্মচারী ও দুই পথচারী দগ্ধ হন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

কেউ মামলা না করলে জিডির পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এশিয়াবিডি টোয়েন্টিফোর ডটকম

আরও সংবাদ