হবিগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ৩ অবশেষে কারাদণ্ড
২য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেয়ার অভিযোগে দুই কিশোরসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় দুর্জয় কর্মকার নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই কিশোরকে থানায় প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবক দুর্জয় কর্মকার উপজেলার কামাইছড়া গ্রামের প্রদীপ কর্মকারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে উপজেলার কামাইছড়া ভোট কেন্দ্রে জাল ভোট দিতে যায় ২ কিশোর ও ১ যুবক। এ সময় পুলিশ তাদের আটক করে। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্জয় কর্মকার নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বালুছড়া গ্রামের রমেশ সবরের ছেলে রিমন সবর ও মহেশ বার্মিকের ছেলে অপর দুই কিশোর চঞ্চল বার্মিককে বাহুবল থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।