ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬ জনকে আটক

সুনামগ‌ঞ্জের ছাতক সোনা ও বাইরং নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় ৬ জনকে আটক করেছে নৌ পু‌লিশ।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বহমান সোনা ও বাইরং নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফজর আলী(২৩), লায়েছ মিয়া(২০), হেকিম গাজী(২৪), দিদার আলী(২০), রুবেল মিয়া(২৮), ও ইব্রাহীম আলীসহ।

বিনা অনুমতিতে সোনা ও বাইরং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ ৬ জনকে আটক করে নৌ পু‌লিশ একটি দল। নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ- পু‌লিশের ইনচার্জ আনোয়ার হো‌সেন এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ত‌তি চলছে।

আরও সংবাদ