ববি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে হলে থাকবেন শিক্ষকরা
রিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আবাসিক হলে থাকবেন প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা। বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের প্রভোস্টগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন। এ সময় তাদের পাশে থাকা ও রাত যাপন করার কথা জানান তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নির্দেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা প্রদান করা হয়।
এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ উপাচার্য নিজে ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানানো হয়। যারা মেসে থাকেন, তাদের বিষয়টি মাথায় রেখে শিক্ষকেরা সবসময় সজাগ থাকবেন।
উপাচার্য জানান, শিক্ষার্থীদের জন্যই আমরা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার। এ সময় শিক্ষার্থীদের ভীত-সন্ত্রস্ত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি।