মৌলভীবাজারে জেলা মহিলাদল নেত্রীর বাসায় হামলা
মৌলভীবাজারে জেলা জাতীয়তাবাদী মহিলাদল নেত্রীর বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্তরা।
রবিবার (২৬ আগস্ট) রাজনগর মুন্সিবাজার ব্রাহ্মণগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।
সরেজমিন জানা যায়, গত রবিবার রাতে হঠাৎ একল দুর্বৃত্ত এসে জেলা মহিলাদলের সদস্যা আফিয়া বেগমের নিজ বাসভবনে এসে হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিতে আসায় দোকানের ক্যাশিয়ার আশিক আলী (৪০) ও মার্কেট পাহারাদার মনুয়ার মিয়া (৩২) কে বেধড়ক পিটিয়ে জখম করে তারা। সাথে লক্ষাধিক টাকার মালামাল এবং মূল্যবান অন্যান্য জিনিসপত্র লুট করে নেয়। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ রাজনগর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
পরে গুরুতর আহত আশিক আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
মৌলভীবাজার জেলার মহিলাদল নেত্রী আফিয়া বেগম জানান, রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।
তার পারিবারিক তথ্যমতে জানাযায়, দীর্ঘদিন যাবত তার প্রাক্তন স্বামীর প্ররোচনায় কয়েকটি প্রভাবশালী ও উগ্র রাজনৈতিক গোষ্ঠী তাকে নানাভাবে হুমকি এবং বিভিন্ন কায়দায় হেনস্থা করে আসছিল। এর আগেও ২০২২ সাল থেকে এই গোষ্ঠীগুলোর দ্বারা বিভিন্ন সময় হামলা ও অত্যাচারের শিকার হলেও কোন প্রশাসনিক সহায়তা পাননি ভুক্তভোগী ও তার পরিবার। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর ভাষ্য ও তথ্য প্রমাণের দ্বারা জানা যায়, প্রতিহিংসার বশবর্তী হয়ে আফিয়া বেগমের প্রাক্তন স্বামীর নির্দেশে দূর্বৃত্তরা তাকে না পেয়ে ঘরবাড়ি-দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং তার পরিবারের বয়বৃদ্ধ সদস্যদের মেরে আহত করে।
এ বিষয়ে মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত। এর আগেও তাদের এই রাজনৈতিক ও পারিবারিক সমস্যা আমি দেখেছি। সমাধানের চেষ্টা করেছি। কিন্তু উনার প্রাক্তন স্বামীর বাড়ির লোকেরা অনেক উগ্র। যারফলে সমাধান করা সম্ভব হয়নি।
রাজনগর থানার অফিসার ইনচার্জ ছালেক আহমদের সাথে বার বার যোগাযোগ করার পরও উনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।