রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারের রাজনগরে খেলাফত মজলিসের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় স্থানীয় কমিউনিটি সেন্টারে এ কর্মি সম্মেলনের আয়োজন করা হয়। খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ওলীদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। কর্মী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন -খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শাহ আশিকুর রহমান, মৌলভীবাজার খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের সভাপতি আল মামুন আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে ছিলেন জেলা সহ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, রাজনগর উপজেলা যুব মজলিসের আহ্বায়ক জমসেদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ ইবাদুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশ কে ধ্বংসকরে চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামি সরকার এই দেশের রন্দ্রে রন্দ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। তাই বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন।