রাজনগরে জামায়াতের উদ্যোগে ১৪৯টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৯টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে জামায়াতে ইসলামী। রাজনগর উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এসব ঢেউটিন বিতরণ করা হয়।

রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মু. আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের নেতা আকরামুজ্জামান খান, কামারচাক ইউনিয়ন জামায়াতের সভাপতি সায়েদ আহমদ, জামায়াত নেতা মাওলানা মুস্তাফিজুর রহমান আজাদ, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নিজেদের খারাপ সময়েও চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়াতে। নেতারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করেও বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। কামারচাক ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

তারা বলেন, জামায়াতে ইসলামী বন্যাকবলিত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণ করেছে। এখন পূনর্বাসনের লক্ষ্যে বাড়িঘর মেরামতের জন্য টিন দিচ্ছে। অসহায় মানুষের সবচেয়ে আস্থার সংগঠন এখন জামায়াতে ইসলামী।

আরও সংবাদ