মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতির গণ-শুনানী ২০ নভেম্বর
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণ-শুনানী আগামী ২০ নভেম্বর সকাল ১১টায় মাতারকাপনস্থ কারিগরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এরকম একটি পত্র প্রেরণ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ”মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির মহোৎসব” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এ উদ্যোগ গ্রহণ করেন। গণশুনানি শেষে দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আগামী ২০ নভেম্বর সকাল ১১টায় গণ-শুনানীতে উপস্থিত হয়ে অনিয়ম ও দুর্নীতির তথ্য উপস্থাপনের জন্য সবাইকে অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।