রাজনগরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
রাজনগরের সোনাটিকি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মিছরাব খাঁন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আটক হয়েছেন ৪জন।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গুষ্টি এক রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়।
ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করে জানা গেছে ( ৬ ডিসেম্বর শুক্রবার) বিকেল ৪ ঘটিকার সময় সোনাটিকি গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ আব্দুল হাকিম বিয়েছ ও তার ভাইদের সাথে মরহুম রহমত খাঁনের ছেলে মো.মিছরাব খাঁনের ভাইদের সাথে সংঘর্ষ সংগঠিত হয়।
এ সংঘর্ষে ঘটনাস্থলেই মরহুম রহমত খাঁনের ছেলে মিছরাব খাঁন প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন।
উক্ত সংঘর্ষে আশপাশের মানুষ এমনকি আশপাশের গ্রাম থেকে মানুষ এসে তাদের শান্ত করার চেষ্টা করে। সন্ধার দিকে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামটি মোটামুটি শান্ত হয়।
এ সংঘর্ষে আরো ৬/৭ জন আহত রয়েছেন বলে জানাগেছে।
আহত ব্যক্তিদের সিলেট এম,জি ওসমানী হাসপাতালে পাটানো হয়েছে। নিহত মিছরাব খাঁনের লাশ সিলেট এম,জি, ওসমানী হাসপাতালে পাটানো হয়েছে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন -ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চারজন আটক হয়েছেন।