রাজনগরের টেংরা ইউনিয়নে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, সকল প্রস্তুতি সম্পন্ন

বুধবার ১১ ডিসেম্বর রাজনগর উপজেলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া টেংরা ইউনিয়নের উদ্যোগে শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

জানা যায়, সম্মেলন ঘিরে মাসব্যাপী প্রচার প্রচারণা ও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজারো মানুষকে বরণ করতে দৃষ্টিনন্দন সাজসজ্জা,প্যান্ডেল ও প্রস্তুত রয়েছে মাঠ।

বিকাল থেকে ক্বিরাত সম্মেলন ধারাবাহিকভাবে মধ্যরাত পর্যন্ত চলবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।

ক্বিরাত সম্মেলনে বিশ্বের স্বনামধন্য যে ক্বারীরা তেলাওয়াত করবেন, তারা হলেন-মিশর থেকে শাইখ ইয়াসিন শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদি ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও ক্বারী মোজাম্মিল আহমদ প্রমুখ।

আয়োজক কমিটির সভাপতি হাফিজ মাওলানা তারেক আহমদ সম্মেলন সফল ও সার্থক করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

এশিয়াবিডি২৪/আজিজ/মোজা

আরও সংবাদ