গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

সেবামূলক কাজের প্রত্যয়ে, পাশে আছি নির্ভয়ে”—এই মূলমন্ত্রকে ধারণ করে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের প্রাক্তন ডীন এবং সিনিয়র অধ্যাপক ড. আহমদ কবির।

তিনি বলেন, বিগত শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা কারিকুলাম প্রণয়নের সময় বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিদের যুক্ত করা হয়েছে। ফলে, শিক্ষার মূল কাঠামো দুর্বল হয়ে পড়েছে। শুধু তাই নয়, এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও আবেগে গুরুতর আঘাত হেনেছে। এটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার প্রতিষ্ঠানেও সেই বিতর্কিত কমিটির একজন সদস্য শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, এই অপসংস্কার শুধু একটি প্রজন্মের শিক্ষা জীবনকে ব্যাহত করেনি, বরং এটি সামগ্রিকভাবে সমাজের নৈতিক ও আদর্শিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে আগামী দিনে আরও ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে। তাই এখনই সময় বিভ্রান্তির অবসান ঘটিয়ে একটি সুস্থ, মানসম্মত ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।

তিনি গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এ প্রয়াসকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুহাইমিন।

পরিষদের সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন রিফাত ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের প্রাক্তন প্রভাষক এস.এম মাহবুব আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, আল-ফালাহ একাডেমির সাবেক প্রিন্সিপাল মিজানুর রহমান, বারডেম হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. জাফরান আহমদ, আল-ফালাহ একাডেমির বর্তমান প্রিন্সিপাল মাওলানা নূর উদ্দিন, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়েক মিয়া, রুগনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আজম ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরও সংবাদ